রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

রহস্য ফাঁস করলেন শাকিব খান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০১:৫২ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

সিনেমার চরিত্রের প্রয়োজনে নিজেকে নানান লুকে সাজাতে পছন্দ করেন শাকিব। যার প্রমাণ মেলে শাকিবের করা গত কয়েকটি সিনেমায়। এই মুহূর্তে নায়কের নতুন সিনেমা 'সোলজার'র লুক ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। কিন্তু অনেকেই জানেন না শাকিবের এ গোঁফ আসল নাকি নকল!

এই গোঁফই এখন শাকিব ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এমনকি তার নিজস্ব মেকআপম্যানও নাকি মাঝেমধ্যে অবাক হয়ে তাকিয়ে থাকেন! শাকিব খান নিজেই ফাঁস করলেন গোঁফের সেই রহস্য। তিনি বলেন, “আমার গোঁফ নিয়ে অনেকেই জানেন না একটা ব্যাপার— এই গোঁফটা কিন্তু আসল! ভক্তরা দারুণ পছন্দ করেছে আমার এই লুক।” তিনি আরো বলেন, “শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন, আমি মাঝেমাঝে তাদের বলি, আমার গোঁফটা খুলে দাও। তারপর দেখি তারা অনেকক্ষণ ধরে হাত দিয়ে নাড়াচাড়া করে দেখে, তারপর বলে, ‘আরে এটা তো আসল!’ তখন আমি সত্যি খুব উপভোগ করি।”

গত ৭ নভেম্বর, রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নতুন লুকে শাকিব খান। সেখানেই ভক্তদের সামনে ফাঁস করেন তার গোঁফের মজার রহস্য।

সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাকিব। এতে তিনি এক সাহসী দেশপ্রেমিক, যিনি দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন।

অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা। এ ছাড়াও অভিনয়ে আছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী এবং এবিএম সুমন। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ‘সোলজার’ আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এবার অস্ট্রেলিয়ায় মাতাবে ‘টিম প্রীতম’
এবার অস্ট্রেলিয়ায় মাতাবে ‘টিম প্রীতম’
যে কারণে বেশি বয়সী পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান সুইনি
যে কারণে বেশি বয়সী পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান সুইনি
একাকিত্বে ভুগছেন করণ জোহর?
একাকিত্বে ভুগছেন করণ জোহর?
কী সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছেন সামান্থা?
কী সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছেন সামান্থা?