রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

হেলমেট না পরায় ২১ লাখ রুপি জরিমানা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:১৭ এএম

ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে হেলমেট না পরায় এক স্কুটারচালককে প্রায় ২১ লাখ রুপি জরিমানা করেছে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) মুজাফফরনগরের নিউ মাণ্ডি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

স্কুটার চালক আনমোল সিংহল জানান, স্কুটার চালিয়ে যাবার পথে তাকে নিউ মাণ্ডি এলাকায় ট্রাফিক পুলিশ আটকায়। হেলমেট পরেননি কেন প্রশ্ন করে জবাবের জন্য আর অপেক্ষা করেননি ওই ট্রাফিক পুলিশ। দ্রুত জরিমানার চালান কেটে হাতে ধরিয়ে দেন স্কুটার চালকের। জরিমানার চালানে চোখ তাকাতেই চোখ কপালে ওঠে আনমোলের। তার একলক্ষ টাকা দামের স্কুটার হেলমেট না পরে চালানোয় পুলিশ জরিমানার করেছে ২০ লাখ ৭৪ হাজার রুপি!

বিশাল টাকার এই জরিমানা দেখে হতবাক আনমোল চালানের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়। পরে বিষয়টি নজরে আসতেই পুলিশ চালানটি সংশোধন করে।

মুজাফফরনগর ট্রাফিক পুলিশের পুলিশ সুপার (ট্রাফিক) অতুল চৌবে বলেন, চালান ইস্যু করার সময় সাব-ইনস্পেক্টরের একটি ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। মোটরযান আইনের ২০৭ ধারা প্রয়োগ করা হয়েছিল, কিন্তু তিনি সেখানে ‘MV Act’ উল্লেখ করতে ভুলে যান। এর ফলে ২০৭ ও ৪০০০ একত্র হয়ে ভুলবশত ২০ লাখ ৭৪ হাজার হয়ে যায়। এসপি চৌবে জানান, চালককে প্রকৃতপক্ষে মাত্র ৪ হাজার টাকা জরিমানা দিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাটডাউনে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, একদিনে বাতিল ১৪০০ ফ্লাইট
শাটডাউনে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, একদিনে বাতিল ১৪০০ ফ্লাইট
মারা গেছেন নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন
মারা গেছেন নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন
ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা ইলন মাস্কের !
ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা ইলন মাস্কের !
বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত: রাজনাথ সিং
বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত: রাজনাথ সিং