শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
অবশেষে খুলে দেওয়া হলো রেলওয়ে আন্ডারপাস 
ঢাকার টিটিপাড়ায় নির্মিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাসটি জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে আন্ডারপাসটি উদ্বোধনের পর থেকেই যানবাহন চলাচল শুরু হয়েছে। এর ফলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের চরম দুর্ভোগ এবং ট্রেন আসার কারণে রেল ক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হওয়ার অবসান ঘটলো। প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, এই আন্ডারপাসটির উদ্বোধন করেন। এ সময় আরেক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন উপস্থিত ছিলেন। নতুন এই আন্ডারপাসটির নিচ দিয়ে থাকা ৬ লেনের সড়কের মধ্যে ৪ লেনে চলবে যান্ত্রিক যানবাহন। ৫ মিটার উচ্চতার গাড়িগুলো এখানে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এছাড়া, রাস্তার দুই পাশে রিকশা ও সাইকেলের জন্য আলাদা লেন এবং পথচারীদের জন্য ফুটপাতের ব্যবস্থা রাখা হয়েছে। এখন থেকে উপরে রেল এবং নিচে অন্যান্য যানবাহন বাধাহীনভাবে চলাচল করতে পারবে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করতেন, এই অঞ্চলে মাত্র আধা কিলোমিটার পথ পেরোতেই ট্রেন আসা-যাওয়ার কারণে সৃষ্ট দীর্ঘ যানজটের কারণে কখনো কখনো এক ঘণ্টা পর্যন্ত সময় লেগে যেতো। অনেকেই যানজট এড়াতে খিলগাঁও বা গোলাপবাগ হয়ে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতেন। এই আন্ডারপাসটি খুলে দেওয়ার মাধ্যমে দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান হচ্ছে। এটি মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিক নগর ও সবুজবাগ এলাকার সংযোগ সড়কে ট্রেনের সিগন্যালে আর আটকে থাকতে হবে না। যদিও কেউ কেউ এই গুরুত্বপূর্ণ স্থাপনাটির সঠিক রক্ষণাবেক্ষণের দিকে নজর রাখার কথা মনে করিয়ে দিয়েছেন।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আন্ডারপাসটির রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করা হবে। তবে, কমলাপুরে মেট্রোরেল স্টেশনের নির্মাণকাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই আন্ডারপাসের শতভাগ সুবিধা পেতে কিছুটা সময় লাগবে।
মিশরের উদ্দেশে এনসিপি নেতা সারজিস
কলমাকান্দায় জুম্মার নামাজ আদায়রত ইন্তেকাল ঘটে বিএনপি নেতার
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির র‍্যালি
জামায়াতের ব্যারিস্টার আরমান নাকি বিএনপির তুলি, শেষ হাসি কার?  
পটুয়াখালীতে বিএনপি-গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়
'নো হাংকি পাংকি'- এটা কোন রাজনৈতিক দলের আদর্শিক ভাষা হতে পারেনা: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটা ইসলামী দলের নায়েবে আমীর দায়িত্বশীল লোক হিসেবে কিভাবে বলেন, 'নো হাংকি পাংকি'। এটা কি রাজনৈতিক ভাষা হলো? এটা কি সাধারণ মানুষের গ্রহনযোগ্যতা পায়? একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি এ ধরনের কথা বলে সাধারণ মানুষ উপহাস ও অবজ্ঞা ছাড়া কিছুই করবে না। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরস্থ গোডাউন সড়কের বশির ভিলায় জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই কথা যিনি বলেছেন তিনি একটি দলের দায়িত্বশীল ছাড়াও একজন ডাক্তার। তার কাছ থেকে এমন ভাষা আশা করা যায় না।নো হাংকি পাংকি কোনো রাজনৈতিক দলের আদর্শিক ভাষা হতে পারে না। এ্যানি আরও বলেন, এবারের নির্বাচনটা ভিন্ন এবং ব্যাতিক্রমধর্মী। যার কারনে আমরা খুব বেশী গুরুত্ব দিয়েই গণসংযোগে নেমেছি। এই গণসংযোগে আমরা এখনই নামি নাই। আমরা বিগত ১৭ বছর থেকে জুলাই আন্দোলন সহ এখন পর্যন্ত মাঠে ময়দানে থেকে জনগনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। এখনো করছি। আমরা লক্ষ্মীপুর সহ সারাদেশে সুদৃঢ় ঐক্যের মধ্যে আছি। এবং এই সুদৃঢ় ঐক্যের মধ্যে থেকেই আমরা কাঙ্খিত টার্গেটে পৌঁছাবো। তিনি বলেন, আমাদের মধ্যে এখন সুদৃঢ় ঐক্য দরকার, যে ঐক্য বিগত আন্দোলন-সংগ্রামে ছিলো। সর্বশেষ জুলাইয়ে যে ঐক্য ছিলো। যদি এই ঐক্য না থাকে তাহলে ফ্যাসিস্ট হাসিনা সুযোগ নিতে পারবে। কিন্তু পতিত ফ্যাসিস্টকে আর কোন সুযোগ দেওয়া যাবেনা। সবাইকে সজাগ থাকতে হবে। সভায় এ্যাড.সাইফুল ইসলাম শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক এ্যাড. মো: হাছিবুর রহমান,বাফুফে সহ সভাপতি এ্যাড. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ নেতৃবৃন্দ। আবুল হোসেন সোহেলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল হাশেম। সভায় শ্রমিক দলের জেলা কমিটি সহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।...