শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
‘অশ্লীল’ ভঙ্গিতে নেচে মালাইকা-হানি সিং সমালোচনার মুখে
তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ফিটনেস সিক্রেট, এই সবকিছু নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তবে এবার, নতুন কাজ নিয়ে সোশ্য়াল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী নৃত্যশিল্পী মালাইকা অরোরা। হানি সিংহের এর গানে নাচ করতে দেখা যাবে মালাইকা অরোরাকে। তারই কিছু ঝলক এসেছে প্রকাশ্যে, আর তাতেই তীব্র সমালোচিত হতে হয়েছে অভিনেত্রীকে।  নতুন মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ অশালীন অঙ্গভঙ্গির অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হানি সিং ও মালাইকাকে ঘিরে চলছে বিতর্ক।  ভিডিওর দৃশ্যে কখনও তাকে চুইংগাম চিবাতে, কখনও আবার জিভ বের করে নাচতে দেখা যায়। এই দৃশ্যগুলো অনেক দর্শকের কাছে ‘অশালীন’ মনে হয়েছে।  সামাজিকমাধ্যমে কেউ লিখেছেন, ‘নাচের মধ্যে কোনো আবেদন নেই, শুধু অশালীনতা।’ অন্যদিকে, কেউ কেউ তুলনা টেনে বলেছেন, সুনিধি চৌহানের ‘আঁখ’ গান বা তামান্না ভাটিয়ার ‘গফুর’ নাচের মতো সুষমা ও কোরিওগ্রাফি এই ভিডিওতে অনুপস্থিত। মলাইকার অনুরাগীরাও হতাশ এই ভিডিয়ো দেখে। তাঁদের বক্তব্য, একসময় ‘ছইয়া ছইয়া’র মতো গানের সঙ্গে নেচেছিলেন। সেই নাচ আজও চর্চিত। সম্প্রতি ‘থামা’ ছবিতেও মলাইকার আইটেম নাচ পছন্দ হয়েছিল তাঁদের। কিন্তু হনী সিংহের পাশে দাঁড়িয়ে মলাইকার এমন নাচ মেনে নিতে পারছেন না তাঁরা। এই গান নিষিদ্ধ করার দাবিও তুলেছেন অনেকে।
হাবিব মোস্তফার সুরে ইভা’র কণ্ঠে ‘ঘুমপাড়ানি’ গান
আদর-বুবলী জুটির নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’
বাংলাদেশে এসেছেন হলিউড তারকা অরল্যান্ডো ব্লুম
রোজ গোমূত্র পান করেন অক্ষয় কুমার!
বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী
  • সর্বশেষ
  • জনপ্রিয়