কাপড়ের দাগ তোলার সবচেয়ে সহজ উপায়
প্রিয় পোশাকে দাগ লাগার অভিজ্ঞতার সম্মুখীন কম-বেশি আমরা সবাই হয়েছি। দাগ তুলতে না পারলে কখনো কখনো পছন্দের সেই পোশাকটি বাদ দিয়ে দিতে হয়, আবার কখনো দাগ তুলতে গিয়ে পোশাকটির রং নষ্ট হয়ে যেতে পারে। তবে কিছু কৌশল অবলম্বন করলে পোশাক থেকে খুব সহজেই দাগ তুলে ফেলতে পারবেন। মনে রাখবেন, দাগ লাগার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব কাপড়টি পানিতে ভিজিয়ে দিতে হবে। এতে করে দাগ তৎক্ষণিকভাবে হালকা হয়ে আসবে এবং পরে দাগ তোলা সহজ হবে।
আসুন জেনে নেয়া যাক কাপড়ের দাগ তোলার কিছু সহজ উপায়
১. রক্ত বা রঙের দাগ দূর করতে ব্যবহার করতে হবে থ্রি পারসেন্ট হাইড্রোজেন পার অক্সাইড।
২. জামায় মেহেদির রং লেগে গেলে এই দাগ দূর করতে ডিটারজেন্ট পাউডারে ১ ঘণ্টা কাপড় ভিজিয়ে রাখতে হবে।
৩. কাপড় থেকে কলমের কালির দাগ ওঠাতে ওই স্থানে অ্যালকোহল ঘষে নিন। তুলায় তরল দুধ নিয়ে ঘষলেও এ ধরনের দাগ হালকা হয়ে যায়।
৪. কাপড় থেকে চায়ের দাগ ওঠাতে কাজে লাগাতে পারেন চিনি।
৫. টমেটো কেচাপের দাগ দূর করতে ভিনেগার কিংবা লেবুর রস ভালো কাজ করে।
৬. হলুদের দাগ কাপড় থেকে দূর করতে সে স্থানে ১ ঘণ্টা গ্লিসারিন লাগিয়ে শুকিয়ে নিন। তারপর ভালো করে সাবান দিয়ে তা ধুয়ে নিন।
৭. চকলেটের দাগ দূর করতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন।
৮. তেল বা ঘামের কারণে শার্ট বা কলারের হলদে দাগ হয়ে যায়। এই দাগ দূর করতে দারুন কার্যকর শ্যাম্পু। যেকোনো শ্যম্পু দিয়ে কলারে লাগিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে। এরপর ভালোভাবে ধুয়ে নিতে হবে।
৯. কাপড়ে গ্রিজ লেগে গেলে দাগের উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিন। কিছুক্ষণ এভাবেই রাখুন যেন কর্নফ্লাওয়ার গ্রিজ শুষে নিতে পার। তারপর কর্নফ্লাওয়ার ঝেড়ে ধুয়ে নিন।
তবে শুধু দাগ নয়, কাপড়ের রং ঠিক রাখতে আপনি কিন্তু ব্যববহার করতে পারেন বেকিং সোডা। এই উপাদানটি কাপড়ের উজ্জ্বলতা বাড়িয়ে কাপড়কে করে তোলে আরও দীর্ঘস্থায়ী। উপরের টিপস মেনে চলুন আর আপনার কাপড় থাকুক দাগমুক্ত নতুনের মতো উজ্জ্বল!