রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১৫

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম

নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করার জেরে ফের বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) সকালে মাইকে ঘোষণার পর দুপুর পর্যন্ত দুই দফায় এ সংঘর্ষ হয়। সদর উপজেলার মাধবদী থানার চরাঞ্চল চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে গত সোম ও মঙ্গলবার সকালে দুইপক্ষের ২ দফা সংঘর্ষের পর হতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল বলে জানান মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম। আজ ভোরে পুলিশ না থাকার সুযোগে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ পৌঁছার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

পুলিশ ও স্থানীয়রা জানান, চরদীঘলদী ইউনিয়নের জিরতরামপুরে খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় ও আধিপত্য বিস্তার করা নিয়ে স্থানীয় শহীদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত সোম ও মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়।

শনিবার সকালে ফের টেঁটা ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এতে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিলেও পুলিশী গ্রেপ্তারের ভয়ে অনেকে বিভিন্ন স্থানে গোপনে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, ভোরে পুলিশের উপস্থিতি দেখতে না পেয়ে দুইপক্ষের মধ্যে উত্তজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থানের পর হতে পরিস্থিতি শান্ত রয়েছে। ২-৩ জন সামান্য আহত হয়ে হাসপাতালে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হিলিতে শয়নকক্ষে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হিলিতে শয়নকক্ষে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেরপু‌রে জাল টাকার নোটসহ যুবক আটক
শেরপু‌রে জাল টাকার নোটসহ যুবক আটক
যোগ্য হয়েও ১ যুগ ধরে পদোন্নতিবঞ্চিত, শিক্ষা ক্যাডারদের মানববন্ধন 
যোগ্য হয়েও ১ যুগ ধরে পদোন্নতিবঞ্চিত, শিক্ষা ক্যাডারদের মানববন্ধন 
পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী
পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী