রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

যে কারণে বেশি বয়সী পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান সুইনি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:২১ এএম

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি তার অভিনয়ের মাধ্যমে যেভাবে আলোচনায় থাকেন, তেমনি তার ব্যক্তিগত জীবনও সমানভাবে সংবাদ শিরোনামে উঠে আসে। সম্প্রতি, ২৮ বছর বয়সী এই তারকা ৪৪ বছর বয়সী সংগীত উদ্যোক্তা স্কুটার ব্রৌনের সঙ্গে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এর আগে তিনি সাত বছর সম্পর্ক ছিলেন ব্যবসায়ী জনাথন দাভিনোর সঙ্গে, যার বয়সও ৪২ বছর। তাদের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ‘ফিফটি-ফিফটি ফিল্মস’ এর কার্যক্রম এখনও চলমান।

বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে; বিশেষ করে, কেন তিনি সবসময় নিজের চেয়ে অনেক বেশি বয়সী পুরুষদের প্রতি আকৃষ্ট হন, তা নিয়ে।

সম্পর্কে বয়সের এই বড় পার্থক্য নিয়ে অনেকের কৌতূহল থাকলেও, বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম ডেইলি মেইলকে এর ব্যাখ্যা দিয়েছেন সম্পর্ক বিশেষজ্ঞ ও যৌন-মনোবিজ্ঞানী সোফি রোস। তার মতে, এমন সম্পর্কের পেছনে সাধারণত মানসিক নিরাপত্তা ও আবেগীয় স্থিতির আকাঙ্ক্ষা কাজ করে। প্রায় ১৮ বছর ধরে এই বিষয়ে কাজ করা রোস তার বিশ্লেষণে বলেছেন যে, এই ধরনের আকর্ষণ আসলে বয়সের কারণে নয়, বরং মানসিক নিরাপত্তা, স্থিতি এবং আবেগীয় পরিপক্বতার প্রতি আকর্ষণ থেকেই আসে।

তিনি আরও বলেন, যেসব মানুষ সম্পর্কের স্থায়িত্ব নিয়ে সন্দিহান, তারা প্রায় সময়ই এমন সঙ্গী খোঁজেন, যিনি স্থির ও নির্ভরযোগ্য। বড় বয়সের মানুষরা সেই নিরাপত্তা প্রদান করতে সক্ষম হন।

এছাড়া, সোফি রোস বলেন যে, এমন আকর্ষণ সবসময় মানসিক আঘাতের কারণে হয় না। কখনও কখনও, কেউ বয়সের তুলনায় অধিক পরিণত হয়ে ওঠেন এবং তার সমবয়সী মানুষের থেকে বেশি পরিপক্ব অনুভব করেন।

সিডনি সুইনির শৈশব জীবন ছিল অত্যন্ত কঠিন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার মা-বাবার বিচ্ছেদ, আর্থিক সংকট, এবং ১৬ বছর বয়সে পরিবারের সঙ্গে এক রুমের হোটেলে বসবাসের অভিজ্ঞতা। এই ধরনের কঠিন অভিজ্ঞতা তার পরবর্তী জীবনে অবচেতনভাবে প্রভাব ফেলতে পারে। সোফি রোস বলেন, যদি কোনো শিশু ছোটবেলায় পরিবারের দেখভালের দায়িত্ব নেন, তবে পরিণত বয়সে তিনি এমন কাউকে খুঁজতে পারেন, যিনি সেই দায়িত্ব থেকে তাকে মুক্তি দেবেন।

অন্যদিকে, অনেক সময় যারা ছোটবেলায় অভিভাবকের ভূমিকায় থাকেন, তারা পরিণত বয়সেও এমন সম্পর্ক খোঁজেন যেখানে অন্য কেউ তাদের যত্ন নেবে। সোফি রোসের মতে, এই ধরনের অভ্যাস তাদের কাছে নিরাপদ মনে হয়।

এছাড়া, সিডনি সুইনির মতো কেউ, যার সম্পদের পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন ডলার, তার জন্য এই সম্পর্কগুলো সবসময় ক্ষমতার প্রশ্ন নয়, বরং মানসিক সামঞ্জস্যের ওপর গড়ে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রহস্য ফাঁস করলেন শাকিব খান
রহস্য ফাঁস করলেন শাকিব খান
এবার অস্ট্রেলিয়ায় মাতাবে ‘টিম প্রীতম’
এবার অস্ট্রেলিয়ায় মাতাবে ‘টিম প্রীতম’
একাকিত্বে ভুগছেন করণ জোহর?
একাকিত্বে ভুগছেন করণ জোহর?
কী সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছেন সামান্থা?
কী সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছেন সামান্থা?