শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ মহাসড়কের শান্তিমোড় এলাকায় ইট ভর্তি ট্রলিকে বাস ধাক্কা দিলে ট্রলিতে থাকা মঞ্জুরুল ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রলি চালক মোঃ ইয়াকুব আলী (১৮) ও তার সহকারি মোঃ জিহাদ আলী (১৯) আহত হয়। আহত ট্রলিচালক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া চামা গ্রামের আব্দুস সালামের ছেলে ও অপরজন তার সহকারি একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ এ তথ্য নিশ্চিত করেন। নিহত মঞ্জুরুল ইসলাম রাজশাহী জেলার তানোর উপজেলার হাতিশাইল গ্রামের আনারুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ভোর প্রায় ৫টার দিকে ইট ভর্তি ট্রলি শান্তি মোড় হয়ে যাবার সময় বিপরীত দিক থেকে আসা সীমান্ত পরিবহন নামে যাত্রীবাহী বাস রং সাইডে গিয়ে ট্রলিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালকের বন্ধু মঞ্জুরুল ইসলাম মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত ২ জনকে উদ্ধার করে।

সদর থানার ওসি শাহিন আকন্দ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে বাংলাদেশ স্কাউটস এর পাঁচদিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন
নাটোরে বাংলাদেশ স্কাউটস এর পাঁচদিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন
কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
নিরাপদ খাদ্য আইনে অভিযান / কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
‘উত্তরা গণভবনকে আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে’
নাটোরে আসিফ নজরুল / ‘উত্তরা গণভবনকে আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে’
সরাইলে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
সরাইলে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু