
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলতে গিয়ে পুকুরের ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উত্তর কুট্টাপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে মো. তাকরিম (০৩) এবং উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (০৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আদনান তার নানার বাড়ি উত্তর কুট্টাপাড়ায় বেড়াতে আসে। আজ সকালে সে মামাতো ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পাশে পুকুরের ধারে খেলছিল। এক পর্যায়ে অসতর্কতাবশত তারা দুজনই পুকুরে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা শিশুদের খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের দিকে স্থানীয়রা পুকুরে দুই শিশুর দেহ ভাসতে দেখে চিৎকার করলে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।
মন্তব্য করুন