
চারদিকে যখন নারী ক্রিকেটারদের জয়জয়কার, এমনই সময়ে আনুশকা শর্মা আসছেন তার নতুন সিনেমা নিয়ে, যেখানে তাকে দেখা যাবে গতানুগতিক ধারা থেকে একেবারেই ভিন্ন চেহারায়। একটি শক্তিশালী বায়োপিক নিয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি। ২০২২ সালে ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার শুটিং শেষ করেছিলেন আনুশকা। ছবিটি ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা হয়নি। এবার দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরতে চলেছেন এ বলিউড অভিনেত্রী।
শোনা যায়, ভারতীয় নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর সিনেমাটি মুক্তি দেওয়ার ব্যাপারে নতুন পরিকল্পনা চলছে।
ভারতীয় গণমাধ্যম মিড ডে’র প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট দলের জয়ের পর ‘চাকদা এক্সপ্রেস’ টিম নেটফ্লিক্সের শীর্ষ নির্বাহীদের কাছে সিনেমাটি মুক্তির জন্য চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আমরা চাই দর্শকরা ঝুলনদির মতো কিংবদন্তি খেলোয়াড়ের গল্প দেখুক। বিতর্কের ঊর্ধ্বে উঠে সিনেমাটি মুক্তি দেওয়া প্রয়োজন।’
নেটফ্লিক্সের প্রত্যাশার সাথে পুরোপুরি মিলে না যাওয়া এবং প্রযোজনা খরচের সীমা অতিক্রম করার কারণে সিনেমাটি আটকে ছিল।
বর্তমানে নেটফ্লিক্সের কাছে সিনেমাটির স্বত্ব রয়েছে। ভারতীয় নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর সিনেমাটির প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে, তাই আশা করা হচ্ছে শীঘ্রই এটি মুক্তি পাবে।
‘চাকদা এক্সপ্রেস’ হলো ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আনুশকা শর্মা। আনুশকাকে সবশেষ দেখা গিয়েছিল শাহরুখ খানের বিপরীতে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমায়।
মন্তব্য করুন