শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রায় জামায়াতে ইসলামী

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম

লক্ষ্মীপুরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে এ শোভাযাত্রা শুরু হয়।

জেলা শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ফারুক হোসেন নুরনবী, সহকারী সেক্রেটারী মহসিন কবীর মুরাদ, সদর উপজেলা জামায়াতের আমীর হুমায়ুন কবীর, সেক্রেটারী ফয়েজ আহম্মদ, রায়পুর উপজেলা জামায়াতের আমীর নাজমুল হক ও সেক্রেটারী আব্দুল আউয়াল রাসেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

জামায়াতের নেতারা জানায়, জেলা শহর থেকে শোভাযাত্রা শুরু হয়ে রায়পুরের হায়দরগঞ্জ এবং উপজেলা শহর হয়ে পানপাড়া-পালেরহাট হয়ে পুনরায় লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হবে।

জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, আগামি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। লক্ষ্মীপুরের ৪টি আসনেই জামায়াতের প্রার্থী দেওয়া হয়েছে। দাঁড়িপাল্লায় ভোটের জন্য আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। দাঁড়িপাল্লায় ভোট চেয়েই আজকের শোভাযাত্রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
নিরাপদ খাদ্য আইনে অভিযান / কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
‘উত্তরা গণভবনকে আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে’
নাটোরে আসিফ নজরুল / ‘উত্তরা গণভবনকে আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে’