
নাইম আবদুল্লাহ: অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী সামাজিক আয়োজন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া (সিসিএ) আয়োজিত মেজবান গত ২১ সেপ্টেম্বর রবিবার সিডনির মিন্টুতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ওইদিন বিকাল ৫ টা থেকে রাত পর্যন্ত চলা এই মহোৎসবে প্রায় পাঁচ হাজার অতিথি অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
অতিথিদের জন্য পরিবেশন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস, নলা, ছোলা ডাল, ভেড়ার গোস্ত এবং সাদা ভাত। সুস্বাদু এই খাবার শুধু প্রবাসীদের রসনাই তৃপ্ত করেনি বরং শেকড়ের সঙ্গে সবার মনকেও একাত্ম করেছে।
চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া বিগত কয়েক বছররের ধরে ধারাবাহিকতায় হাজারো মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মেজবান আয়োজন করে আসছে। এটি শুধু খাবারের আয়োজন নয় বরং ঐতিহ্য রক্ষা, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে, চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় দেশীয় ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন দাতব্য ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
এবারের মেজবান আয়োজন সম্ভব হয়েছে স্পনসর, ডোনার ও কমিউনিটির অকুণ্ঠ সহযোগিতায়। প্রাইম স্পনসর নিরালা হোল্ডিংস, টাইটেল স্পনসর: Laing + Simmons Ingleburn। এছাড়াও আরও বেশ কিছু প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ী এগিয়ে আসেন, যাদের অবদান এ আয়োজনকে সমৃদ্ধ ও সফল করেছে।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। স্বাগত বক্তব্য রাখেন সিসিএ প্রেসিডেন্ট সৈয়দ আকরাম উল্লাহ ও জেনারেল সেক্রেটারি নাজিম ওয়ালিদ।
পাবলিক রিলেশন ও কালচারাল সেক্রেটারি সাদিয়া হকের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রবাসী শিল্পী ও নতুন প্রজন্মের শিশু-কিশোররা নাচ ও গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে স্পন্সর, শিল্পী ও সাংবাদিকদের সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
‘মেজবান-২০২৫’ এ অংশ নেন প্রবাসী কমিউনিটির বিভিন্ন স্তরের সফল ব্যক্তিত্ব, উদ্যোক্তা, পেশাজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দ। এ উপলক্ষে প্রকাশ করা হয় চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার বার্ষিক ‘মেজবান ম্যাগাজিন’। যে প্রকশনায় স্থান পেয়েছে ক্লাবের নানা কর্মকাণ্ড, ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা।
প্রায় পাঁচ হাজার মানুষের জন্য ঐতিহ্যবাহী মেজবান রান্নার দায়িত্ব পালন করেন শেফ মাসুম রানা ও তার দল। ক্লাবের কমিটি মেম্বার, স্বেচ্ছাসেবক ও সহযোগীরা নিরলস পরিশ্রম করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।
ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাইফুল হাসান চৌধুরী সকল অতিথিকে ধন্যবাদ জানান এবং বিশেষভাবে পুরো এক্সিকিউটিভ টিমের নিরলস প্রচেষ্টা ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া জানায় প্রতিটি মানুষের অবদান ও সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা কৃতজ্ঞ সবার প্রতি এবং আমরা চাই মানুষের পাশে দাঁড়ানো ও সমাজের কল্যাণে কাজের এই মহৎ প্রয়াসে আরও মানুষ যুক্ত হোক। আপনাদের দান ও সমর্থন আমাদের ভবিষ্যৎ উদ্যোগগুলোকে আরও সফল করতে সাহায্য করবে।
অনুষ্ঠান আয়োজকরা জানান ‘মেজবান-২০২৫’ শুধু খাবারের আয়োজন নয় বরং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা, ঐতিহ্য সংরক্ষণ এবং সমাজসেবার এক গৌরবময় উৎসব হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
মন্তব্য করুন