
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা সরবরাহ করা হয়।
শনিবার সকালে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “চিকিৎসা ব্যবস্থা আজ অনেক পিছিয়ে পড়েছে। প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছে দিতে এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের।সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে আমরা এ কার্যক্রম অব্যাহত রাখব। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, অথচ হাসপাতালগুলোতে রোগীরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। এতে বোঝা যায়, স্বাস্থ্য খাতে কী ধরনের অব্যবস্থা চলছে। করোনা মহামারির সময় টিকা নিয়ে যে দুর্নীতি হয়েছে, তা এখন সবার জানা। সরকার ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যা প্রবাসী ও মেহনতি মানুষের কষ্টার্জিত টাকা।”
অধ্যাপক মামুন মাহমুদ উপস্থিত চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এখানে যারা চিকিৎসা দিচ্ছেন, তারা সবাই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। তাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সম্ভব হতো না। আগামী সপ্তাহে আমরা আরও একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করব, যাতে রিপোর্টসহ সব ধরনের সেবা দেওয়া যায়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, নারায়ণগঞ্জ জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা. মজিবুর রহমান, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সহযোগী অধ্যাপক বদরুন নাহার, চর্মরোগ ও বার্ন-প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা. আমিনুল ইসলাম, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. ফরহাদ হাসান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির মল্লিক, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন, জেলা তাঁতীদলের সহ-সভাপতি ইসমাইল শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, প্রভাষক রোমানা জাহান বন্যা, অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রভাষক রোজিনা আক্তার, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সাদিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল-আমিন, সনমানদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুরুজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিয়া, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলম, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. কামরুল, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন ভুট্টু, ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মামুন প্রধান, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মহসিন সরকার ও সহ-সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।
মন্তব্য করুন