শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম

দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ সামনে এসেছে। সম্প্রতি নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ গ্রাহক পর্যায়ে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পাবে।

দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নতুন নীতির অধীনে সার্ভিস প্রোভাইডারদের জন্য বিভিন্ন ধরনের ট্যাক্স এবং চার্জ বাড়ানো হয়েছে, যার প্রভাব সরাসরি গ্রাহকের উপর পড়বে। ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে। অর্থাৎ ৫০০ টাকার সংযোগে খরচ ১০০ এবং এক হাজার টাকার সংযোগে খরচ বাড়বে ২০০ টাকা।

আইএসপিএবির পক্ষ থেকে আশা করা হচ্ছে, গ্রাহকরা যেন এই মূল্যবৃদ্ধির কারণে বেশি সমস্যায় না পড়ে, তবে বর্তমান অবস্থায় খরচ বৃদ্ধি অবশ্যম্ভাবী বলে উল্লেখ করেন আমিনুল হাকিম।

ইন্টারনেটের মূল্য বাড়লে সাধারণ মানুষের জন্য ডিজিটাল সেবা ব্যবহার ব্যাহত হতে পারে এবং দেশের ডিজিটাল উন্নয়ন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া। তবে সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বর্ষসেরা শব্দ ‘ভাইব কোডিং’ আসলে কী
বর্ষসেরা শব্দ ‘ভাইব কোডিং’ আসলে কী
ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে গুনতে হবে জরিমানা
ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে গুনতে হবে জরিমানা
বাংলাদেশের আকাশেও দেখা যাবে উল্কাবৃষ্টি ! কবে?
বাংলাদেশের আকাশেও দেখা যাবে উল্কাবৃষ্টি ! কবে?
আজ দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আজ দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন