শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম

গুমের মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা-সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এ তথ্য জানান। তবে এখনো ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাসদর।

মো. হাকিমুজ্জামান বলেন, অভিযুক্ত ২৫ জন কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তারমধ্যে অবসরপ্রাপ্ত একজন ছাড়াও চাকরিরত ১৫ জনসহ মোট ১৬ জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম। তাদের মধ্যে ১৫ জন এসে হেফাজতে রয়েছেন।

বাকি অভিযুক্তদের মধ্যে অবসরে আছেন ৯ জন ও এলপিআরএ একজন।

তিনি জানান, ৮ তারিখ চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনাসদরে সংযুক্ত করা হয়। তাদের ৯ অক্টোবরের মধ্যে সেনাসদরে আসার নির্দেশনা দেওয়া হয়। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন রেসপন্স করেছেন। তাদের হেফাজতে রাখা হয়েছে। তারা ফ্যামিলি থেকে ডিটাচ আছেন। কবীর আহাম্মদের বিষয়ে তিনি বলেন, তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন। এরপর থেকে তিনি মিসিং।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ
শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ
সাপের কামড়ের ওষুধ সব উপজেলায় পাঠানোর নির্দেশ
সাপের কামড়ের ওষুধ সব উপজেলায় পাঠানোর নির্দেশ
কমতে পারে গরম
কমতে পারে গরম
২ দিনের সফরে পাবনা গেলেন রাষ্ট্রপতি
২ দিনের সফরে পাবনা গেলেন রাষ্ট্রপতি