শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ময়মনসিংহে পৃথক দুটি হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদন্ড

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

ময়মনসিংহে পরকিয়া ও স্বর্ন চুরির জেরে পৃথক দুটি হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ ও দায়রা জজ আদালত ৪ এ আদেশ প্রদান করেন।

পুলিশের সাথে অপর পুলিশের স্ত্রীর পরকিয়ার জেরে খুন হওয়া পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলায় পুলিশ দম্পতিকে ফাঁসির আদেশ দিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে পুলিশের স্ত্রীর সাথে পরকিয়া প্রেমের জেরে ময়মনসিংহের কাঁচিঝুলি এলাকায় প্রেমিকার ভাড়া বাসায় পরকিয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হন পরকীয়া প্রেমিক আরেক পুলিশ সদস্য কনস্টেবল সাইফুল ইসলাম। খুনের পর বস্তাবন্দী অবস্থায় লাশ গুম করতে যেয়ে নগরীর টাউন হল মোড়ে হাতেনাতে পুলিশের হাতে আটক হন অভিযুক্ত পুলিশ দম্পতি।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন ঝালকাঠি জেলার নলছিটি থানার ভবানীপুর এলাকার মোনাসেফ আলীর ছেলে কনষ্টেবল মোঃ আলাউদ্দিন, ময়মনসিংহের হালুয়াঘাট থানার বালিচান্দা এলাকার মতিউর রহমানের কন্যা ও কনস্টেবল আলাউদ্দিনের স্ত্রী নাসরিন নেলী।

ঘটনার পর নিহত সাইফুলের মা মুলেদা বেগম ২০১৪ সালের ১৩ আগস্ট ময়মনসিংহের কোতোয়ালি থানায় কনষ্টেবল আলাউদ্দিন, আলাউদ্দিনের স্ত্রী নাসরিন নেলীসহ আরো অজ্ঞাতনামা দুইজনকে আসামী করে হত্যা মামলার এজাহার দায়ের করেন।

দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে বৃহস্পতিবার সকালে এ রায় প্রদান করেন অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক হারুন-অর রশিদ।

অন্যদিকে ২০২২ সালে তারাকান্দা থানায় প্রতারণা করে স্বর্ন চুরির ঘটনায় কুলসুম হত্যা মামলায় রুবেল নামের একজনকে মৃত্যুদন্ড এবং অপর আসামী দ্বীন ইসলামকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন দায়রা জজ আদালত ৪ এর বিজ্ঞ বিচারক জয়নাব বেগম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন