শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

চুয়াডাঙ্গায় সার নেওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:১১ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সার নেওয়াকে কেন্দ্র করে রনি (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে। আহত রনি আমলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের ফকিরপাড়ার মহিউদ্দিন বিন্নার ছেলে।

রনি জানান, সকালে সরকারি সার বিক্রয়কেন্দ্রে সার নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এসময় রাসেল নামের এক ব্যক্তি সামনে দাঁড়ালে তিনি তাকে পেছনে যাওয়ার অনুরোধ করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে রাসেল তার ছয় সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রনির ওপর হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহামুদ রবিন বলেন, দুপুর দেড়টার দিকে আশঙ্কাজনক অবস্থায় এক যুবককে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত একজনকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন