শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

প্রযুক্তি সহিংসতা রোধে গণমাধ্যমের ভূমিকা জরুরি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম

‘প্রযুক্তি সহিংসতা রোধে গণমাধ্যমের ভূমিকা জরুরি’ বলে মত দিয়েছেন বিশিষ্টজনরা। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে পিরোজপুরে মিডিয়া ব্রিফিংয়ে ওই মতামত ব্যক্ত করেন অতিথিরা। ‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা: প্রতিরোধ, প্রশমন এবং করণীয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব জিয়াউল আহসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মনিকা আক্তার। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী, নারী উদ্যোক্তা, সমাজকর্মীসহ বিভিন্ন পেশার নারী-পুরুষ ।

মিডিয়া ব্রিফিংয়ে বক্তারা বলেন প্রযুক্তির অপব্যবহারের কারণে নারীর প্রতি নতুন ধরনের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, যা রোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ও সাইবার সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারী-পুরুষ উভয়ের প্রযুক্তি প্রশিক্ষণ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের সফল চারজন পুরুষ ও আটজন গ্রামীণ নারী প্রযুক্তি-নির্ভর সহিংসতার অভিজ্ঞতা ও প্রতিরোধের উপায় তুলে ধরেন। শেষে প্রযুক্তি সহিংসতা প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জনকে সম্মাননা দেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন