শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

রাঙ্গাবালীতে প্রথমবারের মতো চরহেয়ার সৈকতে রাস উৎসব

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

পটুয়াখালী রাঙ্গাবালীতে চরহেয়ার সমুদ্র সৈকতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে রাস উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের নিজস্ব উদ্যোগে পূজা-অর্চনা ও পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে এই ধর্মীয় আয়োজন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল থেকে নৌপথে চরহেয়ার সমুদ্র সৈকতে ভক্তদের ভিড় বাড়তে থাকে। রাতভর চলে কীর্তন ও ধর্মীয় আচার অনুষ্ঠান। আর বুধবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় পুণ্যস্নান।

ভোরের আলো ফুটতেই সমুদ্রে নেমে পড়েন সনাতন ধর্মাবলম্বী মানুষেরা। সকাল ৮টা পর্যন্ত চলে ধর্মীয় এই আয়োজন। সৈকতে পুণ্যস্নান ও পূজা-অর্চনার মধ্য দিয়েই শেষ হয় রাস উৎসবের আনুষ্ঠানিকতা।

তবে কোনো মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না। ভক্তদের নিজস্ব উদ্যোগেই সম্পন্ন হয় পুরো আয়োজন।

চরমোন্তাজসহ আশপাশের এলাকা থেকে ভক্তরা অংশ নেন এই আয়োজনটিতে। খবর পেয়ে দর্শনার্থীরাও ছুটে আসেন। ছোট পরিসরে হলেও ধর্মীয় ভক্তি ও বিশ্বাসের আবহে সম্পন্ন হয় রাস উৎসবের এই আয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হয়েছে। আগামী বছরগুলোতেও এই আয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাসহ সার্বিক উদ্যোগ নেওয়া হবে।

পুণ্যস্নান ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হওয়া এই রাস উৎসবকে ঘিরে চরহেয়ার সৈকতে সৃষ্টি হয় শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশ। স্থানীয়দের আশা-এই ঐতিহ্য যেন প্রতিবছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন