রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

গাজীপুরে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ৩৭টি রোগাক্রান্ত জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে স্থানীয় কসাইখানায় গাজীপুর জেলার প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, র‌্যাব-১ ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালান। এ সময়আইন-শৃঙ্খলাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এ চক্রের সদস্যরা গোপন পথে পালিয়ে যান।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল, যেহেতু ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি তাই উদ্ধারকৃত ৩৭টি ঘোড়া এবং জব্দকৃত ৫ মন ঘোড়ার মাংস স্থানীয় একজনের জিম্মায় রাখা হচ্ছে। বুধবার সকালে সেগুলোকে গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। উদ্ধার হওয়া ঘোড়া গুলোর অধিকাংশ রুগ্ন এবং মানব দেহের জন্য ক্ষতিকর।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুরদিকে গাজীপুরের হায়দরাবাদ এলাকায় শুরু হয় ঘোড়ার মাংস বিক্রি। ধীরে ধীরে বিষয়টি চারপাশে ব্যাপক সাড়া ফেলে। পরে জেলাপ্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেন। এরপর কয়েকদিন বন্ধ থাকলেও ফের গোপন কসাইখানায় আবার শুরু হয় ঘোড়ার মাংস বিক্রি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন