রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমদ খান বলেছেন, এখনও পাবলিক পরীক্ষার সময়ে আমাদের পুলিশ প্রহরার প্রয়োজন হয়। যার দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোথাও নেই। এর কারণ হয়তো আমরা নৈতিকভাবে দূর্বল। যেদিন পুলিশ প্রহরা ছাড়া এসব পরীক্ষা নিতে পারবো আমরা সেইদিন বলতে পারবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নত হয়েছে।এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ ও উত্তরণে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে শহরের কালীরবাজার এলাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘কেবল নয় ফলাফলমুখী শিক্ষা বিকশিত হোক মানবতার দীক্ষা’ স্লোগানে ওই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. খন্দকার এহসানুল কবির, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. আ ফ ম মুশিউর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাবিনা ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুল রশিদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খাঁন টিপু, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাড. আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন