
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একটি মসজিদে ঢুকে ইমামসহ মুসল্লিদের মারধর ও মসজিদে ভাংচুরের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে শেরপুরের নয়ানী বাজার থেকে তাদের গ্রেফতার করে পরে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— নালিতাবাড়ী উপজেলার পোড়াঁগাও ইউনিয়নের বাতকুচি গ্রামের জহিরুল ইসলামের পুত্র ফরহাদ হোসেন (২৭) ও তার ভাই উমর ফারুক (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে। ওইদিন বিকেলে ফরহাদ হোসেন, উমর ফারুক ও রুবেল নামের তিনজন মসজিদে প্রবেশ করে ইমাম শফিকুল ইসলামের উদ্দেশ্যে বলেন, ‘আজ থেকে এই মসজিদে আযান দেওয়া যাবে না, আমার অনুমতি ছাড়া আযান হবে না।’
ইমাম প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন করে। আত্মরক্ষার্থে ইমাম পালিয়ে গেলে তারা মসজিদের ভেতরে ঢুকে মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য সামগ্রী ভাংচুর করে।
এসময় মুসল্লি হাবিবুর রহমান ও কাজল মিয়া হামলাকারীদের বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আশরাফ আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “মসজিদে ভাংচুরের ঘটনায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।”
মন্তব্য করুন