
‘আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, তাদের স্ত্রীদের প্রতি জামায়াতের হক আছে’ এমন বক্তব্য দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের রেজিস্টার ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মামলা দয়ের করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি ও দুই আসনের জামাযাতের মনোনীত এমপি প্রার্থী মো. জাহিদুল ইসলাম।
আজ মঙ্গলবার ( ৪নভেম্বর ) সকালে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক শাহরিয়ার শহীদ বাপ্পির আদলতে মানহানী মামলা দায়ের করেন ভুক্তভোগী মো. জাহিদুল ইসলাম। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত ২৫ অক্টোবর রাতে গাজী টিভিতে এক টকশো অনুষ্ঠানে কাজী জেসিনের সঞ্চালনায় ড.নাহরিন ইসলাম খান সিরাজগঞ্জ জেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে তাদের স্ত্রীদের প্রতি জামায়াতের হক আছে এমন একটি বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করেন।
ওই অনুষ্ঠানে উপস্থিত সহকারী অধ্যাপক হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের মির্জা গালিবকে কথাটি বলেন এ সময় তিনি জামায়াত নেতার এমন বক্তব্যের ব্যাখ্যাও চান।মামলায় আরো উল্লেখ করা হয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জামায়াতকে ভোট দিবে এই কারণেই একটি পক্ষ এ ধরনের কুরুচিপূর্ণ বিভ্রান্তিমূলক বক্তব্য ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। যেটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই বক্তব্যটি সম্পূর্ণ মনগড়া। এ বিষয়ে মামলার বাদী মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে আমাকে হেও প্রতিপন্ন করার জন্য এ ধরনের মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। যে কারণেই ন্যায় বিচার পাবার স্বার্থে আমি আদালতে মামলাটি দায়ের করেছি।
এ ব্যাপারে বাদীর আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, মানহানি মামলাটি আদালত গ্রহণ করেছে। পরবর্তীতে এ বিষয়ে আদেশ দেবেন আদালত।
মন্তব্য করুন