
শরীয়তপুরের জজিরায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার নাওডোবা ইউনিয়নের লতিফ ফকিরের কান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ককটেলের আঘাতে অন্তত ৫জন আহত হয়। এছাড়া ৬টি ককটেলউদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জাজিরা লতিফ ফকিরের কান্দি এলাকার আধিপত্য বিস্তার নিয়ে লতিফ ফকির এবং ফয়জুল করিম মাদবরের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। তারই ধারাবাহিকতায় সোমবার দুপুর ১২টার দিকে ওই এলাকার সরকারি জমিতে একটি মসজিদ নির্মাণ করছিলেন ফয়জুল করিমের লোকজন। এসময় লতিফ ফকিরের সমর্থকরা বাঁধা দিলে দুই পক্ষের সমর্থকরা ১৮ থেকে ২০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘন্টাব্যাপি সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে।
আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ৬টি ককটেল উদ্ধার করে পুলিশ। কাউকে আটক করতে না পারলেও অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন