শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

`বাংলাদেশের মানুষ একটি সত্যিকারের নির্বাচিত সরকার চায়' : এটিএম আব্দুল বারী ড্যানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১০:৫২ পিএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন `বাংলাদেশের মানুষ একটি সত্যিকারের নির্বাচিত সরকার চায়'। নেত্রকোনায় নেতাকর্মীদের সাথে নিয়ে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণকালে এ সময় বক্তৃতা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী। তিনি বলেন, বাংলাদেশের মানুষ একটি সত্যিকারের নির্বাচিত সরকার চায়। জনগণ চায় এমন একটি সরকার, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে এবং দেশের সার্বিক উন্নয়নে কাজ করবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এখন সময়ের দাবি। এজন্য জনগণকে সচেতন হয়ে নিজেদের অধিকার আদায়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ড্যানী নেত্রকোনা সদর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।

৩১ দফা আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে “আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার” হিসেবে উল্লেখ করেন নেতারা।

এই লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দীন খান; বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন; এছাড়াও জেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন