
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা শাখার এক বর্ধিত সভা আজ রোববার (২ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেত্রকোনা জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, বিএনপির নেত্রকোনা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কাদের সুজা, এবং নেত্রকোনা জেলার কৃষক দলের সভাপতির সালাউদ্দিন খান মিল্কি। সভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর তারা গুরুত্ব আরোপ করেন। বর্ধিত সভায় সকলকে একযোগে কাজ করে আগামী রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন