
কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে অভিনব কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে।গতকাল শুক্রবার (১ নভেম্বর) টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিরপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকার বাসিন্দা মো. শাকের (৪০) এবং নাজির পাড়ার মো. জাকির (৩৫)।
বিজিবি সূত্রে জানা যায়, মায়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদকের একটি চালান আসে, যা মো. শাকেরের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে- এমন সংবাদে বিজিবি ও র্যাব যৌথ অভিযান চালায়। তার বাড়ি ঘিরে তল্লাশি চালিয়ে বসতবাড়ির দক্ষিণ পাশে সুপারি বাগানের পাশের টয়লেটের ভেতর থেকে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় দুই মাদককারবারিকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে তারা মাদক পাচারের সঙ্গে জড়িত। জব্দ মাদকসহ আটক দুইজনকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন