
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে টানা ৪১ দিন মসজিদে তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ২৪ কিশোর বাইসাইকেল উপহার পেয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার আইটশাহী ইউনিয়নের চাষিরী ঈদগার মাঠে। চাষিরী যুব শক্তি সংগঠনের উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়। মোহাম্মদ মুক্তার বেপাড়ীর সঞ্চানায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাষিরী যুব শক্তির সদস্যদের অভিভাবকবৃন্দ ও চাষিরী যুব শক্তি সংগঠনের সদস্য বৃন্দসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। এসময় নামাজ পড়া কিশোর বলে, আল্লাহকে সন্তুষ্ট ও ইবাদত করায় আমরা পুরস্কার পেয়েছি।
চাষিরী যুব শক্তির অভিভাবকরা বলেন, কিশোরদের মসজিদমুখী করতেই এ উদ্যোগ। আমরা বিশ্বাস করি, তারা নিয়মিত নামাজে অভ্যস্ত হলে ভবিষতেও এ আমল ধরে রাখবে। এতে আমরাও সওয়াবের অংশীদার হতে পারব। সবার উচিত ভালো কাজে এগিয়ে আসা।
মন্তব্য করুন