রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

সড়ক ও ড্রেন নির্মান উদ্বোধনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের ভোগান্তির অবসান

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পিএম

দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে শুরু হলো ঠাকুরগাঁও পৌরসভার সড়ক ও ড্রেন নির্মাণের কাজ। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় পৌর কমিউনিটি সেন্টারের সামনের সড়কে এই কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন।

রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বাজেট বরাদ্দ হয়েছে প্রায় ৩৬৪ কোটি টাকা, যার প্রথম পর্যায়ে প্রায় ৩০ কোটি টাকার কাজের উদ্বোধন করা হয়েছে আজ।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, প্রকল্প পরিচালক মফিজ উদ্দিন বাবলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ প্রকল্পের আওতায় প্রথমে সত্যপীর ব্রিজ থেকে গোয়ালপাড়া সুলতানের বাড়ি পর্যন্ত সড়ক এবং মির্জা পাম্পের পূর্ব দিক থেকে নারগুনগামী সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। মোট সড়কের দৈর্ঘ্য ৯.১৫০ কিলোমিটার এবং ড্রেনের দৈর্ঘ্য ৭.২৫০ কিলোমিটার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন