
বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয় সম্পাদক কামরুজ্জামান রতনের মুন্সীগঞ্জে বিভিন্ন স্থানে সোলার লাইট স্থাপন।
মুন্সীগঞ্জে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় কামরুজ্জামান রতন বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার প্যানেল লাইট স্থাপন করেন। তিনি মুন্সীগঞ্জের গাজারিয়ার টেঙ্গারচর ইউনিয়নের মিরের গাও কবরস্থানে ১টি, উত্তর শাহপুর মাদ্রাসায় ১টি, বৈদ্যারগাও হাফিজিয়া মাদ্রাসায় ১টি সোলার প্যানেল লাইট স্থাপন করেন।
কামরুজ্জামান রতন বলেন, কবরে লাইট স্থাপন করলে সাময়িক হলেও কবরে যেতে ভয় যেন না পায় এবং আমাদের সম্মিলিত প্রচেষ্ঠার মাধ্যমে আজকে কবরস্থানসহ অনেক জায়গায় সোলার লাইট স্থাপন করলাম।
তিনি আরো বলেন, সকল মানুষ পাপ থেকে দূরে থেকে এবং সোয়াবের মাধ্যমে যার যার কবর জীবন আমরা আলোকিত করব।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য একেএম গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিনসহ গজারিয়া উপজেলার আরো নেত্রীবৃন্দগণ। এলাকাবাসি ও নেতৃবৃন্দনের নিয়ে মুনাজাতের মাধ্যমে দেশবাসীর মঙ্গল কামনা ও কবরবাসীর মাগফেরাত কামনা করা হয়।
মন্তব্য করুন