
নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মৎস্য চাষীদের নিয়ে পরামর্শদান সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার চাষি ও সেবা প্রদানকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, দিকনির্দেশনা প্রদান এবং সফল উদ্যোগের স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাস পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। সভাপতিত্ব করেন কোডেকের সহকারী পরিচালক রাশেদুর রেজা। এসময় সফল মৎস্য উৎপাদনের স্বীকৃতি হিসেবে দুইজন চাষিকে সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এজন্য নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শদান কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষি ও সেবা প্রদানকারী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন