রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

পদ্মার তীব্রভাঙন থেকে বসতভিটা রক্ষার দাবিতে সড়ক অবরোধ

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:১৩ পিএম

পদ্মার তীব্রভাঙন থেকে বসতভিটা রক্ষার দাবীতে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা।

রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের ক্ষতিগ্রস্থ শতশত নারী পুরুষ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহন করে।

এসময় তারা জানান, মুন্সিপাড়াসহ আশপাশের ৫ কি.মি. এলাকা তীব্র ভাঙ্গনের কবলে পড়েছে। কৃষি প্রধান এ অঞ্চলের অধিকাংশ ফসলি জমি ইতিমধ্যেই বিলীন হয়েছে নদীগর্ভে। হুমকির মুখে পড়েছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনাসহ বন্যা রক্ষা বাঁধ।

শেষ সম্বলটুকু হারানোর ভয়ে চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে তারা। দীর্ঘদিন ধরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছেনা কোন প্রতিকার। তাই ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরো কঠোর আন্দোলনেরও হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

কর্মসুচি চলাকালে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পড়ে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন