
নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্প নগরীর এমএস ডায়িং কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছে। তারা ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত আছেন।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পঞ্চবটি বিসিক শিল্প নগরীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হচ্ছেন, সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫), কারখানার শ্রমিক আল আমিন (৩০), আজিজুল ওরফে আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০) এবং নাজমুল হুদা (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। সবার অবস্থাই গুরুতর। তাদের মধ্যে কার শরীরে কত শতাংশ পুড়েছে তা পরবর্তীতে বলতে পারবো।
বিসিক শিল্প নগরী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, সকালে কারখানার নিচ তলায় গ্যাস রুম বড় করার জন্য কাজ করছিল তারা। সকাল সাড়ে ৮টার দিকে কাটার দিয়ে দেয়াল কাটার সময় সেখানে গ্যাস লাইনের পাইপে লেগে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয় শ্রমিকের শরীর ঝলসে যায়। দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
মন্তব্য করুন