রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

হিলিতে বিদুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ৫

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পিএম

দিনাজপুরের হিলিতে পুকুরের পানি সেচতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সামাদ (৬৫) নিহত ও পুকুরের মালিকসহ ৫ জন শ্রমিক আহত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে উপজেলার আলিহাট ইউনিয়নের হরিহরপুরে মুশফিকুর রহমানের পুকুরের পানি সেচতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক আব্দুস সামাদ (৬৫) একই এলাকার কাদিপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেছেন। এঘটনায় আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

আহতরা হলেন, একই এলাকার জামাত আলীর ছেলে মুশফিকুর রহমান (৫০), আব্বাস আলীর ছেলে আকরাম আলী (৭০), আসাদ মিয়ার ছেলে আঃ আহাদ (৪০), বিশ্বনাথ উড়াও এর ছেলে সমা উড়াও (৫৫) ও বিজয় উড়াও (৪০)। এদের মধ্যে আকরাম আলী ও সমা উড়াও কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য সানোয়ার হোসেন লেবু মুঠোফোনে বলেন, বিকেলে মুশফিকুর রহমানের পুকুরে মটর লাগিয়ে পানি সেচা শেষে ১০ ইঞ্চির পাইপ তুলতে গিয়ে অসাবধানতাবশতঃ পাইপটি বিদ্যুৎ এর মেইন তারে পড়ে যায়। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। মালিক মুশফিকুর রহমান প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর যাবেন। মৃতদেহ বর্তমানে তার বাড়িতে রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সমা উড়াও (৫৫) বলেন, মালিকসহ আমরা কয়েক জন শ্রমিক পুকুরের পানি সেচতে ছিলাম। কাজ শেষে পাইপ তুলতে গিয়ে বিদ্যুৎ এর মেইন তারের উপর পরে যায়। বিদ্যুৎ এর তার ছিঁড়ে আমাদের উপরে পরলে ঘটনা স্থলে আমরা আহত হই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন