
রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর এলাকায় যানবাহনে হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরন হয়ে মিলন মিস্ত্রি নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বেলা বারোটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহত মিলন মিস্ত্রি জেলা শহরের ধুনচি এলাকার মওলা ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার বেলা বারোটার সময় মিলন মিস্ত্রি তার দোকানে ট্রাকের একটি চাকায় হাওয়া দিচ্ছিলো। এ সময় হাওয়া দেওয়ার মেশিনটি বিস্ফোরিত হয়ে দোকানের চালসহ তিনি অন্তত ২০ ফুট উপরে উঠে গিয়ে আবার নীচে পরে যান। এতে মিলন মিস্ত্রি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ নুরুল ইসলাম আজম বলেন, আহত মিলন মিস্ত্রির শরীরের ছয় থেকে সাতটি স্থানে মারাত্বক ক্ষত হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে।
মন্তব্য করুন