রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে: ডা. জাহিদ হোসেন 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম

‘জাতি গড়ার কারিগর শিক্ষকদের দিয়ে ভোট চুরির মতো জঘন্যতম অপরাধ গুলো করে নেওয়া হয়েছে।’ বিগত দিনে দেশের গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে উপজেলার শিক্ষক কর্মচারীর সাথে মতবিনিময় সভায় অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। স্কুলটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তাফা কামাল সভাটির সভাপতিত্বে ছিলেন।

জাহিদ হোসেন বলেন, একটি জাতিকে ধ্বংস করতে দুটি জিনিস যথেষ্ট। একটি হচ্ছে সংস্কৃতি, যেখানে সারাক্ষণ নাচ-গান ও সিরিয়ালের মধ্যে রাখা। অপরটি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। তাহলে এদেশে কোন সাংবাদিক, শিক্ষক, ডাক্তার ও সাইনটিস্ট তৈরি হবে না। অর্থাৎ একটি অর্থবহ জাতি তৈরি হবে না।

তিনি আরও বলেন, বাহাত্তরের পরে এমপিওভূক্ত শিক্ষকদের সম্মানিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আগামী দিনে বিএনপি দেশ পরিচালনার দ্বায়িত্ব পেলে শিক্ষক কর্মচারী গনকে অবশ্যই সম্মানিত করা হবে এবং দাবি পুরনে বিএনপি সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ!

এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মহিউদ্দিন আব্দুল্লাহ আল হাদি, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক জামান আলী, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সহ সভাপতি প্রভাষক এরফান আলী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ওহেদুর রহমান রিপন, যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রিমন প্রদান সহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন