
রেকিট-বাংলাদেশের সহযোগিতায় ও স্থানীয় বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনায় গাইবান্ধা জেলার ৫শ প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থী সচেতনতায় বিশেষ কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ওইসব শিক্ষার্থীকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাদ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ এবং পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নেয়া হয়েছে। এলক্ষে বিশেষ হাইজিং ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে সদরের গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাস, রেকিট-বাংলাদেশ হেড অব পার্টনারশীপ সালাহ উদ্দিন আহমেদসহ অন্যরা। এ সময় অতিথিরা শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থী সহায়ক কারিকুলাম বইয়ের মোড়ক উন্মোচন করেন।
মন্তব্য করুন