রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর গহনা ছিনতাই, যা জানা গেল

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম

সিসি ক্যামেরায় ধরা পড়লো গৃহবধূর গহনা ছিনতাইয়ের ঘটনা। জানা গেছে ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্বর্ণের দুল ভেবে ছিনতাই করলেও কানের দুল দুটি ছিল ইমিটেশনের। পুরো ঘটনাটি ধরা পড়ে পাশে থাকা মুদি দোকানের সিসি ক্যামেরায়।

গৃহবধূ স্থানীয় বিষু দাসের স্ত্রী মঞ্জু রানী দাস (৩৫)। তিনি প্রতিদিনের মতো ভোর বেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনে স্বামী বিষু দাসের ‘মা স্টোর’ নামে মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেল নিয়ে দুই ছিনতাইকারী আসেন। মাত্র দেড় মিনিটের মধ্যে তার কানে থাকা একজোড়া দুল ছিনিয়ে নিয়ে যায়। গৃহবধূ মঞ্জু রানী দাস বলেন, প্রতিদিনই আমি দোকানের সামনের রাস্তা ঝাড়ু দিয়ে থাকি। হঠাৎ করে মোটরসাইকেলে দুইজনে আসে। এসেই আমার পাশে দাঁড়িয়ে কানের দুল ধরে টান দেয়। তখন পিস্তল বের করে বলে- চিৎকার করলে গুলি করে দেব। ভয়ে আমি নিজেই খুলে তাদের হাতে দিয়েছি।

বিষু দাস বলেন, আমি অনেক রাতে ঘুমিয়েছি। তাই সকালে উঠতে দেরি হয়ে গেছে। এরমধ্যে আমাকে ডেকে তোলা হয়। পরে রাস্তার সামনে আমার দোকানের সিসি ক্যামেরার ভিডিও দেখি। সেখানে দেখা যায়, ভোর ৬-১০ মিনিটে একটি মোটরসাইকেলে আসেন হেলমেট পরিহিত দুই যুবক। পেছনের যুবক প্রথমে ওই গৃহবধূর কানের দুলে টান দিয়ে ছিনিয়ে নেন। এসময় সামনের যুবক পিস্তল বের করে তাক করে ভয় দেখান। পরে ওই নারী অপর কানের দুলটি খুলে দেন।

বিষু আরো বলেন, অম্বিকাপুর বাদিয়া পাড়া ও শোভারামপুর ফুলতলাও একইভাবে গত তিন দিনে আরো দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খুব দ্রুত এদের আটক করা না হলে এরা এমন আরো ঘটনা ঘটাতে পারে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি জেনে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন