
আম জনগণ পার্টির রাঙ্গাবালী উপজেলা কমিটির পুনঃতদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (শৃঙ্খলা ও আপিল) জনাব মো: জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মো: জিয়াউর রহমান-এর নেতৃত্বে তদন্ত কমিটির একটি দল আম জনগণ পার্টির উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করেন।
তদন্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন আম জনগণ পার্টির রাঙ্গাবালী উপজেলা আহ্বায়ক শান্ত গাজী, সদস্য সচিব ইন্জিনিয়ার মাসুদুর রহমান এবং আহ্বায়ক কমিটির বাইজিদ, আবু কালাম,কাওসার আশিক মাহমুদ এবং অন্যান্য সদস্যবৃন্দ। তারা নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন ও যাচাই প্রক্রিয়ায় সহযোগিতা করেন।
তদন্ত শেষে পটুয়াখালী জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান খান জানান, প্রাথমিকভাবে দলীয় কাঠামো ও নথিপত্র যাচাই সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে “আম জনগণ পার্টি”-র উপজেলা কমিটির পুনঃতদন্ত কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
মন্তব্য করুন