রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

প্রতিটি ফেডারেশনকে ব্রান্ডিং তৈরী করতে হবে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৩২ পিএম

সমাজসেবার রংপুর বিভাগীয় পরিচালক উপসচিব মোছা. জিলুফা সুলতানা বলেছেন, সকল ইউনিয়নে সমাজকল্যাণ ফেডারেশনগুলো অনেক ভাল কাজ করে যাচ্ছে।সামাজিক এবং নাগরিকের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছে। আজ রোববার রবিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডি আর এস বাংলাদেশ পঞ্চগড় ইউনিট অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে জেলা ফেডারেশনের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সমাজসেবার রেজিস্ট্রেশন নিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় তারা গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব ফেডারেশন যদি নিজ নিজ উদ্যোগে একটি বিশেষ কাজ নিয়ে ব্রান্ডিং তৈরী করতে পারে তবে তা হবে সবার কাছে অনুকরণীয়। সমাজসেবা অধিদপ্তর সাধ্য মত তাদের সকল ধরণের সহযোগিতা দিয়ে যাবে।

পঞ্চগড় জেলা ফেডারেশন সমন্বয় কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়।

এসময় বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা আর ডিআর এস বাংলাদেশ’র হেড অব এডমিনিস্ট্রেশন ও জেনারেল সার্ভিস মো. নজরুল গণি, টিম লিডার (সামাজিকউন্নয়ন) মো. রাশেদুলআরেফিন, আর ডি আরএস কোর কম্প্রিহেন্সিভ প্রোগ্রামের প্রজেক্টকো-অর্ডিনেটর মো. মতিউর রহমান, আর ডিআর এস পঞ্চগড়’র কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার মো. আতিকুর রহমান প্রমূখ। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার ৪৩টি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন