
গাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে পলাশবাড়ী উপজেলার শহরের মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ঘটনা ঘটে নিহত প্রসূতির নাম পারভীন আক্তার পারুল বেগম (২৫) ও তার নবজাতক শিশু । তিনি জামালপুর গ্রামের বাদশা মিয়ার মেয়ে এবং মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের শামিম মিয়ার স্ত্রী।
স্বজনদের অভিযোগ, গতকাল রাতে সিজার করা হয় ওই প্রসূতির। সিজারে মৃত সন্তান হয় বলে ক্লিনিক কর্তৃপক্ষ তাদের জানায়। পরে ভোররাতে ওই পারভীনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর জন্য চাপ প্রয়োগ করা হয় এবং এম্বুলেন্স ডেকে তাদের হাসপাতাল থেকে যেতে বলা হয়। এর কিছুক্ষনের মধ্যেই মারা যায় ওই প্রসূতি।
এরপর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে পড়েন এবং হাসপাতালে ভাঙচুর চেষ্টা করলে ক্লিনিক তালা দিয়ে পালিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকটিতে নিয়মিতভাবে এ ধরনের ভুল চিকিৎসার ঘটনা ঘটে আসছে। এর আগেও প্রশাসন একাধিকবার প্রতিষ্ঠানটি সিলগালা করেছিল।
তবে ক্লিনিকটির মালিক ফাতেমা বেগম পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হওয়ায় তদবিরে বারবার খুলে ফেলা হয় ক্লিনিকটি। বর্তমানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রসূতি ও নবজাতক মৃত্যুর মামলা চলমান রয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন