রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

একজনের কারাদন্ড, তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:১১ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে আবু মুন্সীকে তিনদিনের কারাদণ্ড এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী চরে সরকারি খাস জমি থেকে এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে কাউখালী গ্রামের আবু মুন্সীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জরিমানা না দেওয়ায় তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অপরদিকে উপজেলা সদরের বাহেরচর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ‘পটুয়াখালী বেকারী’র কারিগর মোহাম্মদ সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা চালানোর অপরাধে ‘মেসার্স শাহানারা ইন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী আলমগীর দফাদারকে ১৫ হাজার টাকা এবং ‘জনসেবা মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী নিরঞ্জন চন্দ্র দাসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ (১) ধারায় সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে মাটি কাটায় একজনকে তিনদিনের জেল এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন