
আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বাগেরহাট নতুন পুলিশ লাইন্সের ড্রিল শেডে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বাগেরহাটের কৃতি সন্তান (এপিবিএন) মো. আলী হোসেন ফকির।
বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আসম মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ ৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণসহ সুশীল সমাজের প্রতিনিধি ও সংবাদকর্মীরা ।
মন্তব্য করুন