রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

মেগা প্রকল্প বাস্তবায়ন দাবিতে তিস্তা নদীর তীরে মশাল প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১০:১৯ পিএম

অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীর তীরে মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিস্তা নদীর দুই তীরের ১১টি স্থানে একযোগে এ মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।

‘জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলন’র উদ্যোগে আয়োজিত এ মশাল প্রজ্জ্বলন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এ মশাল প্রজ্জ্বলন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাই সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানী।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজস্ব অর্থায়নে তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করতে হবে। অন্যথায় বৃহত্তর রংপুরে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। অচল করে দেয়া হবে রাস্তাঘাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ মশাল প্রজ্বলন কর্মসূচিতে তিস্তার দুই পাড়ে লক্ষাধিক মানুষ অংশ নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন