রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

যশোরের শার্শায় সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১১:০৯ পিএম

যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে সরকারি খাদ্য গুদামে নিম্ন মানের চাল রাখা ও ধান ক্রয়ের হিসাবে গড়মিল থাকার অভিযোগে খাদ্য গুদামে ঝটিকা অভিযান চালিয়েছে দূর্নীতি দমন কমিশন। গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামসেদ ইকবালুর রহমানকে কাগজপত্র নিয়ে যশোর দূর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার (১৪ অক্টোম্বর) বিকালে দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, শার্শা উপজেলায় ১৭টি রাইস মিল থেকে ১২ হাজার ৬১৬ টন চাল ক্রয় করেছেন।সেখান থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামসেদ ইকবালুর রহমান প্রতি কেজি চাল থেকে ৬০ পয়সা করে কমিশন নিয়েছেন ও ধান ক্রয় করেছেন ১ হাজার ৫৬ টন। সেখানেও কমিশন নিয়েছেন। এ ধরণের অভিযোগের ভিত্তিতে যশোর দুদকের সদস্যরা ঝটিকা অভিযান চালিয়েছেন।

দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন বলেন, অনিয়মের অভিযোগে যশোরের শার্শার নাভারণ বাজারের খাদ্য গুদামে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় ৪,৫, এবং ৬ নম্বর গোডাউনে নিম্ন মানের চাল পাওয়া গেছে। এ সময় গেলো অর্থবছরে ধান ক্রয়ের কোন হিসাব ও তিনি দেখাতে পারেননি। এ অভিযোগের ভিত্তিতে তাকে দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন শুধু খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামসেদ ইকবালুর রহমান নয়। খাদ্যগুদামের উপপরিদর্শক ফারজানার নেতৃত্বে একটি সিন্ডিকেট ও খাদ্য গুদামে নানান ধরনে অপরাধ করে থাকেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন