রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

জামালপুরে আদালতের রায় অবমাননা ও জালিয়াতির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পিএম

জামালপুরের মাদারগঞ্জে আদালতের রায় অবমাননা, জালিয়াতির প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগিরা। আজ সকালে উপজেলার বালিজুড়ী বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলন ওই প্রতিবাদ জানানো হয়।এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা ।

এসময় বক্তারা বলেন- ১৯৬০ সাল থেকে বালিজুড়ী এলাকার ৩৮ শতাংশ জমিতে বসবাস করে আসছেন তারা। ওই জমি ১৯৮৬ সালে মো. ইস্রাফিল শেখের নামে ভূমিহীন হিসেবে রেজিস্ট্রি কবুলিয়ত করে বাংলাদেশ সরকার। কিন্তু জমিটি নিজেদের বলে দাবি করে ২০০৭ সালে মামলা করে একটি পক্ষ। সেই মামলায় ইস্রাফিল শেখের ওয়ারিশদের পক্ষে রায় দেন নিম্ন আদালত, জেলা জজ, উচ্চ আদালত ও সুপ্রীম কোর্ট। ওই রায় অবমাননা করে একটি চক্রের সাহায্যে সাড়ে ২৮ শতাংশ জমি নামজারী করা হয় প্রতিপক্ষ চারজনের নামে। এতে একই জমি দুই পক্ষের নামে নামজারী করা হয়। বর্তমানে ওই জমি অধিগ্রহন সম্পন্ন হলেও সেই অর্থ আত্মসাতের পায়তারা করছে চক্রটি।

বক্তারা অভিযোগ করে বলেন- এসব বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে গেলেও কোনো সমাধান পাননি তারা। উপরন্ত এসবের প্রতিবাদ করায় হামলা ও মামলার হুমকি দেন প্রতিপক্ষরা। সমস্যা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন