রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

নেত্রকোনায় জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পিএম

নেত্রকোনায় জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা ও মতবিনিময় সভা আজ সোমবার সকাল ১১টায় নেত্রকোনা পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুকুমার সরকার, ও অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার। এছাড়াও সভায় আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জুলাই যোদ্ধারা দেশের গণতন্ত্র ও অধিকার আদায়ে যে আত্মত্যাগ করেছেন, তা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্য বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন