রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

কসবায় আট কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় আট কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলা সদর ও মঈনপুর সীমান্ত এলাকায় বিজিবি-৬০ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও চশমা। এর মধ্যে শাড়ির আনুমানিক মূল্য সাত কোটি টাকা এবং চশমার মূল্য প্রায় এক কোটি টাকা। তবে অভিযানের সময় কাউকেই আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যসমূহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গত ছয় মাসে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে চালানো অভিযানে প্রায় ৮২ কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে। এর অধিকাংশ পণ্য ভারত থেকে দেশে প্রবেশ করছিল, কিছু পণ্য আবার বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আটক করা হয়। সাম্প্রতিক সময়ে ভারতীয় পণ্যের তালিকায় নতুন নতুন সামগ্রীও যুক্ত হচ্ছে।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত অপরাধ বিশেষ করে মাদক ও পণ্য চোরাচালান দমনে বিজিবির অন্যতম অগ্রাধিকার। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও রাতের বেলায় আলোর স্বল্পতার কারণে বিস্তীর্ণ সীমান্ত এলাকায় টহল দেওয়া কিছুটা কঠিন হয়ে পড়ে। তবুও বিজিবি সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে চোরাচালান রোধে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন