রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

রাজবাড়ীর নজরুল রাশিয়ায় যুদ্ধে নিহত, সাত মাস পর জানলো পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম

রাশিয়ায় গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন রাজবাড়ীর এক প্রাক্তন সেনা সদস্য নজরুল ইসলাম (৪৭)। দীর্ঘ সাত মাস নিখোঁজ থাকার পর অবশেষে তার মৃত্যুর খবর জানানো হয়েছে পরিবারকে। নিহত নজরুল ইসলামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চর রামকান্তপুর গ্রামে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল ছিলেন।

পরিবার জানায়, সেনাবাহিনী থেকে ২০২০ সালে অবসরে যাওয়ার পর নজরুল ইসলাম বাঁধাই মালের ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু ব্যবসায় লোকসান গুনে আর্থিক সংকটে পড়েন। এ সময় স্থানীয় এক দালাল ফরিদ হোসেনের মাধ্যমে রাশিয়ায় নিরাপত্তাকর্মীর চাকরির প্রলোভনে তিনি গত ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। রাশিয়ায় পৌঁছানোর পর চাকরির বদলে তাকে সামরিক প্রশিক্ষণ শেষে ইউক্রেনের যুদ্ধে পাঠানো হয়।

এপ্রিলের শেষদিকে পরিবারের সঙ্গে সর্বশেষ ফোনে কথা হয় তার। এরপর থেকে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে খোঁজ নেওয়া হলেও কোনো তথ্য মেলেনি। অবশেষে গত বুধবার (৮ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, নজরুল ইসলাম ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন। নজরুল ইসলাম চার কন্যা সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন