রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ফেনীর ৬ পুলিশ সদস্য দায়িত্বে অবহেলায় বরখাস্ত

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলায় শটগান ও ওয়াকিটকি কেড়ে নেওয়া ও আসামি ছিনতাইয়ের ঘটনায় ৬ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ফেনীর সোনাগাজী মডেল থানার পুলিশ লাইনে এ বরখাস্তের ঘটনা ঘটে। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মারামারি, চাঁদাবাজিসহ অস্ত্র আইনে মোট ১২টি মামলা রয়েছে।

বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেন, কনস্টেবল মাহবুব আলম, আইনুল করিম, কাঞ্চন ও হৃদয়। এর মধ্যে দুজন কনস্টেবল সোনাগাজী মডেল থানার মুহুরী প্রজেক্ট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আহাম্মদপুর গ্রামের আবুল হাশেমের দুই ছেলে জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে গ্রেপ্তারে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্বে ছিলেন সোনাগাজী থানার সহকারী উপপরিদর্শক সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেন।

এ সময় আসামির পরিবারের সদস্যদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় ও একপর্যায়ে আসামিরা পুলিশের কাছ থেকে একটি ওয়াকিটকি ও একটি শটগান কেড়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বরখাস্ত বিষয়ে পুলিশ বলেন, বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা আসামি ধরতে গিয়ে ব্যর্থ হন। উল্টো শটগান ও ওয়াকিটকি ফেলে চলে আসেন। এটা চরম ব্যর্থতা, তাদের এ দায় নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন